ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% শুল্কারোপ, ট্রাম্পের নীতিকে ‘একটা রসিকতা’ বলল চীন

প্রকাশিত: ১৮:৪২, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪৩, ১১ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% শুল্কারোপ, ট্রাম্পের নীতিকে ‘একটা রসিকতা’ বলল চীন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির জবাবে চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যে ১২৫% শুল্কারোপ করেছে। চীনের অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে মার্কিন একপাক্ষিক ‘বুলিং ও জবরদস্তি’র প্রতিফলন বলে উল্লেখ করে ট্রাম্পের শুল্ক নীতিকে “বিশ্ব অর্থনীতির ইতিহাসে একটি রসিকতা” বলে আখ্যা দেয়।

সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১৪৫% করেন, অন্যদিকে বেশ কিছু দেশের জন্য শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখেন। এর প্রতিক্রিয়ায় চীন যুক্তরাষ্ট্রের হলিউড চলচ্চিত্র আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে, আমেরিকা ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কবার্তা দেয় এবং ওহাইওতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্যও সতর্কতা জারি করে।

বিশ্লেষকরা বলছেন, এত উচ্চ হারে শুল্ক আরোপের ফলে দুই দেশের মধ্যে পণ্যবাণিজ্য প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ এতে ব্যবসায়িক লাভ উঠে যাবে এবং পণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে।

চীন ইঙ্গিত দিয়েছে, এটি হতে পারে তাদের শেষ শুল্ক প্রতিক্রিয়া। তবে তারা জানিয়েছে, প্রয়োজনে “অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ” নেওয়া হবে। বর্তমানে উভয় দেশ একে অপরের ১০০% পণ্যে শুল্ক আরোপ করেছে, যার ফলে কার্যত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের পথে।

 

সূত্র: https://www.reuters.com/world/china/china-increase-tariffs-us-goods-125-up-84-finance-ministry-says-2025-04-11/

আবীর

×