ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হামলার নেতৃত্বে দিবে ইসরাইল, তবে সিদ্ধান্ত অবশ্যই আমরা নিব: ট্রাম্প

প্রকাশিত: ১৬:০০, ১১ এপ্রিল ২০২৫

হামলার নেতৃত্বে দিবে ইসরাইল, তবে সিদ্ধান্ত অবশ্যই আমরা নিব: ট্রাম্প

ছবি: সংগৃহীত

আলোচনা ও হামলা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মাঝেই নতুন খবর দিলেন ট্রাম্প।

তিনি বলেছেন, ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নেতৃত্বে দিবে ইসরাইল।

ট্রাম্প বলেন, হামলার প্রয়োজন হলে আমরা তা করবই, এবং তাতে নেতৃত্ব দিবে ইসরাইল। তবে আমরা কী করব সেই সিদ্ধান্ত অবশ্যই আমরা নিব।

এই প্রথম ইরানে ইসরাইলের নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প। এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠককালে বলা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হবে ওমানে। কিন্তু নেতানিয়াহুর মন্ত্রীসভার সচিব ইওসি ফুক্স বলেছেন, আলোচনার সময়সূচি জানা ছিল না ইসরাইলের। ওমানের আলোচনাকে প্রক্রিয়ার সূচনা বলেও উল্লেখ করেন ট্রাম্প।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি আলোচনায় বসবেন। তবে ইরান সরাসরি আলোচনার পরিবর্তে মধ্যস্থতাকারী চাইছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এইসব মন্তব্য ইসরাইল ইরান উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। অপরদিকে আলোচনা সফল না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা বিরাজ করবে।

সূত্র: https://youtu.be/jrsbZMe_j60?si=K2zea6X1CJyUEUc3

মায়মুনা

×