ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আলোচিত মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যার্পণ

প্রকাশিত: ১৫:২৫, ১১ এপ্রিল ২০২৫

আলোচিত মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যার্পণ

ছবি: সংগৃহীত

ভয়াবহ মুম্বাই হামলার ১৬ বছর পর অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে সমর্পণ করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সামরিক বাহিনীর বিশেষ ফ্লাইটে তাকে দিল্লি পৌঁছানো হয়। ১৮ দিনের জন্য তাহাউরকে হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবা সহায়তার অভিযোগে ২০১৩ সালে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেন মার্কিন আদালত। ২০০৮ সালের ২৬ নভেম্বর হঠাৎ ই সন্ত্রাসী হামলায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ছড়ায় ত্রাস। ১০ জনের প্রশিক্ষিত একটি দল হামলা চালায় হোটেল তাজ সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়।

ভয়াবহ সেই সিরিজ হামলায় ২৯ বিদেশী নাগরিকসহ প্রাণ যায় ১৬৬ জনের। অভিযোগ রয়েছে পাকিস্তানের যোগ সাজসে দুর্ধর্ষ এই মিশন পরিচালনা করে সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তৈয়েবা। আর সহায়তায় ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানা। মূলত এ ঘটনার পর থেকেই অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের মাটিতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালায় সরকার। ২০১১ সালে মুম্বাই অ্যাটাকের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলেও তাকে খালাস দেয় মার্কিন আদালত। এরপর ২০১৩ সালে জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়েবাকে সহায়তার অভিযোগে তাকে আবারো গ্রেফতার দেখানো হয়। তবে স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে কারাগার থেকে ছাড়া পান রানা। পরে নয়া দিল্লির আবেদনের প্রেক্ষিতে তাকে পুনরায় গ্রেফতারের পর ভারতের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভারতে পাঠানোর পর ১৮ দিনের হেফাজতে নেয়া হয়েছে রানাকে।

২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবা পরিকল্পিতভাবে এই হামলা চালায়, যা ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ হিসেবে পরিচিত।

ফারুক

×