ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ট্রাম্প

প্রকাশিত: ১২:২০, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৪, ১১ এপ্রিল ২০২৫

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠককালে বলা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হবে ওমানে। কিন্তু নেতানিয়াহুর মন্ত্রীসভার সচিব ইওসি ফুক্স বলেন, শনিবারের আলোচনার বিষয়ে নেতানিয়াহু অপ্রস্তুত ছিলেন। তবে তিনি দাবি করেন, ইরানের সাথে আলোচনার ব্যাপারে নেতানিয়াহু আগে থেকেই জানতেন, শুধু সময়সূচি জানা ছিল না।

ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ওমানের আলোচনাকে প্রক্রিয়ার সূচনা বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি আলোচনায় বসবেন বলে জানা যায়। তবে ইরান সরাসরি আলোচনার পরিবর্তে মধ্যস্থতাকারী চাইছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এইসব মন্তব্য ইসরাইল ইরান উত্তেজনা বাড়িয়ে দিতে পারে অপরদিকে আলোচনা সফল না হলে পুরো অঞ্চলেই বিরাজ করবে অস্থিতিশীলতা।

সূত্র: https://youtu.be/jrsbZMe_j60?si=VW7LC_gfqM4Vz238

মায়মুনা

×