ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

একইসাথে আলোচনা ও হামলার বার্তা, হতে পারে ট্রাম্পের নতুন ফাঁদ

প্রকাশিত: ১১:৫২, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৫৪, ১১ এপ্রিল ২০২৫

একইসাথে আলোচনা ও হামলার বার্তা, হতে পারে ট্রাম্পের নতুন ফাঁদ

ছবি: সংগৃহীত

ইরানকে আলোচনায় ডেকে আবার হামলার হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি নতুন কোনো ছক সাচাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট?

আগামী শনিবার বৈঠক করবে ইরানি ও মার্কিন প্রতিনিধি দল। ট্র্যাম্প রীতিমত বলেই দিয়েছেন, ইরান যদি আলোচনায় না বসে তাহলে হতে পারে ভয়াবহ হামলা। আবার সেই ট্রাম্পেরই ভাষ্য, যুদ্ধের চেয়ে সমঝোতা আর চুক্তি উত্তম।

অন্যদিকে ইরান বলছে, হুমকি দিয়ে তাদেরকে দমানো যাবে না। সব ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। ইরান কেবল ইসরাইল ও আমেরিকাকেই সতর্ক করেনি, আরব দেশগুলোকেও সতর্ক করেছে। বলেছে, কেউ যদি তাদের ভূমি ও আকাশসীমা আমেরিকা বা ইসরাইলকে ব্যবহার করতে দেয় তবে তার পরিণতিও ভালো হবে না।

ইরান আরো বলেছে, আলোচনা হতে হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে।

সূত্র: https://youtu.be/jrsbZMe_j60?si=VW7LC_gfqM4Vz238

মায়মুনা

×