ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কেন পালিয়ে যাচ্ছে ইসরায়েলীরা!

প্রকাশিত: ০৮:৪৩, ১১ এপ্রিল ২০২৫

কেন পালিয়ে যাচ্ছে ইসরায়েলীরা!

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন ও অবরুদ্ধসহ বোমা বর্ষণের মাধ্যমে আগ্রাসন চালালেও ইসরাইল এখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেলথার জানিয়েছে, ২০২৪ সালে দেশটির প্রায় ১,৭০০ কোটিপতি নাগরিক ইসরাইল ছেড়ে চলে গেছেন। তারা তাদের সঞ্চিত অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ইসরাইলের অর্থনীতির জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে।  

 

 

ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইসরাইলের তেল আবিব ও হারসলিয়ায় ২২,৬০০ কোটিপতি বসবাস করতেন, যা ২০২৩ সালের তুলনায় ১,৭০০ জন কম। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দেশটির হাই-টেক সেক্টরের প্রায় ৮,৩০০ কর্মী ইসরাইল ছেড়েছেন।  

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম সাত মাসে ৪০,৬০০ ইসরাইলি দেশত্যাগ করেছেন, যা ২০২৩ সালের মাসিক গড়ের চেয়ে ২,২০০ জন বেশি। সরকারি তথ্য বলছে, গত এক দশকে বছরে গড়ে ৩৭,০০০ ইসরাইলি দেশ ছেড়েছেন, কিন্তু ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫,৪০০-এ। অন্যদিকে, ওই বছর দেশে ফিরেছেন মাত্র ২৮,০০০ ইসরাইলি।  

 

 

এই পরিস্থিতি ইসরাইলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধনী নাগরিক ও দক্ষ পেশাজীবীদের দেশত্যাগের এই ধারা চলতে থাকলে ইসরাইল গুরুতর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংকটে পড়তে পারে।

সূত্র:https://youtu.be/NKN9fdzCzCE?si=MuJlx_J18mrJgn4n

আঁখি

×