
ছবি : সংগৃহীত
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মার্কিন বস্ত্র ও পোশাক দপ্তর অটেক্সের তথ্য অনুযায়ী, এই দুই মাসে বাংলাদেশ ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাজার শেয়ার বেড়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে। তবে রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থেকে তৃতীয় স্থানেই রয়েছে।
একই সময়ে চীন ২৭৭ কোটি ডলার এবং ভিয়েতনাম ২৬২ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। প্রবৃদ্ধির হার বিবেচনায় বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে, যা দেশের তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থানের ইঙ্গিতবাহী।
সূত্র:https://youtu.be/OtA5MgoIYdw?si=TVC13XTem3mAn1BJ
আঁখি