ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়েও কেন পালাচ্ছে ইসরায়েলের কোটিপতিরা?

প্রকাশিত: ২৩:০৫, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:০৬, ১০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়েও কেন পালাচ্ছে ইসরায়েলের কোটিপতিরা?

ছবিঃ সংগৃহীত

অবরুদ্ধসহ বোমা বর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি গড়ে তোলার পরও নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে বসবাসরত ইসরায়েলের ধনীরা, যে কারণে অসংখ্য ইসরায়েলের কোটিপতি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন থেকে জানা গেছে, ২০২৪ সালে দেশটির ১৭০০ ধনী নাগরিক দেশ ছেড়েছেন, সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চিত অর্থ ও মূল্যবান জিনিসপত্র। এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

ব্রিটিশ ভিত্তিক বিশ্বনেতা হেনলিয়ান পার্টনারস এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক একটি ডেটা ইন্টেলিজেন্স প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের মধ্যে ইসরায়েলের তেল আবিব এবং হার্সেলিয়াতে ২২,৬০০ কোটিপতি বসবাসরত ছিলেন। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ২৪,৩০০ জন। অর্থাৎ, গত বছরে ১৭০০ কোটিপতি ইসরায়েল ছেড়েছেন। একই প্রেক্ষাপটে ওয়াইনার জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে হাই টেকনোলজির প্রায় ৮,৩০০ কর্মী ইসরায়েল ছেড়েছেন।

এর আগে, গত বছরের অক্টোবরে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রথম সাত মাসে ৪০,৬০০ জন ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা ২০২৩ সালে প্রতি মাসে দেশ ত্যাগকারী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২,২০০ জন বেশি। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সর্বমোট ৫৫,৪০০ জন দেশ ছেড়েছেন, অথচ এর আগের এক দশকে প্রতিবছরে গড়ে প্রায় ৩৭,০০০ করে ইসরায়েলি দেশ ছেড়েছে। ২০২৩ সালে দেশে ফেরত এসেছিল প্রায় ২৮,০০০ ইসরায়েলি।

সূত্রঃ https://youtu.be/NKN9fdzCzCE?si=eJj8vvkYSqRn8E2l

ইমরান

×