ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার পানির চাপ নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ

প্রকাশিত: ২২:০৯, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১০, ১০ এপ্রিল ২০২৫

এবার পানির চাপ নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশ

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার একটি নির্বাহী আদেশে পূর্ববর্তী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টদের জো বাইডেন এবং বারাক ওবামা দ্বারা প্রবর্তিত বাথরুম শাওয়ারের পানি প্রবাহের সীমাবদ্ধতা বাতিল করেছেন। এই আদেশে ট্রাম্প ঘোষণা করেছেন, শাওয়ারহেডগুলো আর "দুর্বল এবং অকার্যকর" হবে না।

ওবামা এবং বাইডেন প্রশাসন পানির সাশ্রয়ের উদ্দেশ্যে শাওয়ারের পানি প্রবাহ সীমিত করার নির্দেশনা দিয়েছিল। যেখানে পরিবেশের উন্নতি ছিল তাদের প্রধান লক্ষ্য, ট্রাম্পের এই আদেশে শাওয়ারগুলিকে ‘আমেরিকার শাওয়ারগুলোকে আবারও মহান বানানোর’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, একথা একটি হোয়াইট হাউজের তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের নতুন আদেশে শাওয়ারহেডের প্রবাহ সংজ্ঞা পাল্টে দেওয়া হচ্ছে। তিনি চাইছেন, ১৯৯২ সালের ফেডারেল এনার্জি আইনের সাথে পুনরায় সামঞ্জস্য রাখতে। সেই আইন অনুযায়ী শাওয়ারের প্রবাহ ছিল প্রতি মিনিটে ২.৫ গ্যালন (৯.৫ লিটার)। তবে নতুন আদেশ অনুযায়ী, যদি শাওয়ারে একাধিক নোজল থাকে, তবে প্রতিটি নোজল আলাদাভাবে ২.৫ গ্যালন পানি বের করতে পারবে। এর ফলে, একটি চারটি নোজলবিশিষ্ট শাওয়ার প্রতি মিনিটে ১০ গ্যালন পানি ছড়িয়ে দিতে পারবে।

হোয়াইট হাউজের তথ্যপত্রে বলা হয়েছে, "বাইডেনের প্রশাসন পরিবেশবান্ধব আদর্শের নামে এই শাওয়ার প্রবাহ সীমাবদ্ধতা এনেছিল, যা সাধারণ আমেরিকানদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছিল। অত্যধিক নিয়মাবলী আমেরিকান অর্থনীতিকে অবরুদ্ধ করে এবং ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।"

ট্রাম্প এই নতুন আদেশ সই করার সময় বলেন, "আমি একটি ভালো শাওয়ার নিতে পছন্দ করি। আমার সুন্দর চুলগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য। আমি ১৫ মিনিট ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি, কিন্তু পানি আসছে একেবারে ‘টপ টপ’ করে। এটা হাস্যকর।"

সম্পর্কিত বিষয়:

×