ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মুসলমানদের ধর্মীয় চিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দাবি, নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগানে মুখরিত কোলকাতা

প্রকাশিত: ২১:৩২, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৩, ১০ এপ্রিল ২০২৫

মুসলমানদের ধর্মীয় চিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দাবি, নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগানে মুখরিত কোলকাতা

ছবিঃ সংগৃহীত

ভারতে সম্প্রতি পাস হওয়া ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’-এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশজুড়ে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও এই আইনের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে, এবং শহরজুড়ে মিছিল ও জনসমাগমের ঘটনা ঘটছে।

প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তির অধিকার খর্ব করবে এবং মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম বিপদে পড়বে। গত ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতির পর সংশোধিত ওয়াকফ বিলটি আইনে পরিণত হয়। তবে এই আইনটির বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চারটি পিটিশন দাখিল করা হয়েছে।

মুসলমানদের ধর্মীয় চিহ্ন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে, কলকাতা জুড়ে ‘নারা-এ-তাকবীর, আল্লাহু আকবর’ স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরসহ কিছু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটায় ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং সেখানে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এই প্রতিবাদের সঙ্গে সঙ্গতি রেখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও দেশের নানা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1RHBxfRKPG/

মারিয়া

×