ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাশিয়ার পক্ষে চীনারা যুদ্ধ করছে: গোয়েন্দা তথ্য জেলেনস্কির হাতে

প্রকাশিত: ২১:১৯, ১০ এপ্রিল ২০২৫

রাশিয়ার পক্ষে চীনারা যুদ্ধ করছে: গোয়েন্দা তথ্য জেলেনস্কির হাতে

চীনের অন্তত ১৫৫ জন নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।জেলেনস্কির ভাষ্যমতে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হাতে চীনা নাগরিকদের সম্পৃক্ততার স্পষ্ট তথ্য রয়েছে। তিনি বলেন, “ক্রেমলিন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগ দিচ্ছে, এবং এ বিষয়ে বেইজিং সম্পূর্ণ অবগত।”

তিনি আরও জানান, গোয়েন্দারা এখন চীনা যোদ্ধাদের তালিকা তৈরি করছে এবং যাচাই করছে, তারা সরাসরি চীনা সরকারের নির্দেশে কাজ করছেন কি না। এদিকে চীনে আটক ইউক্রেনীয় কর্মকর্তাদের মুক্তির বিনিময়ে এসব যোদ্ধাদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাবেও কিয়েভ প্রস্তুত রয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই অভিযোগ যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে রাশিয়ার সঙ্গে ‘সীমাহীন অংশীদারত্ব’-এর ঘোষণা এবং মস্কোর আগ্রাসনের নিন্দা না করায় বেইজিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।

জেলেনস্কির অভিযোগের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চীন সবসময় রাজনৈতিক সমাধানের পক্ষে এবং নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়ে থাকে।” তিনি আরও জানান, পরিস্থিতি বোঝার জন্য কিয়েভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বেইজিং।

রাজু

×