ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের শুল্ক স্থগিতের পর এবার শুল্ক স্থগিত করলো ইউরোপীয় ইউনিয়ন, শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার চীনের

প্রকাশিত: ২১:০৩, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৪, ১০ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্ক স্থগিতের পর এবার শুল্ক স্থগিত করলো ইউরোপীয় ইউনিয়ন, শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার চীনের

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত “পারস্পরিক শুল্ক”-এর ওপর ৯০ দিনের জন্য বিরতি ঘোষণা করার পর ইউরোপীয় ইউনিয়ন সাময়িকভাবে তাদের পাল্টা শুল্ক আরোপ স্থগিত করেছে। প্রায় ৬০টি দেশের ওপর শুল্ক ছাড় দেওয়ার এই ঘোষণায় মার্কিন বাজারে আনন্দের জোয়ার দেখা গেছে, যা বুধবার ইতিহাসের অন্যতম সেরা দিনের বাজার প্রবৃদ্ধি হিসেবে রেকর্ড হয়েছে। এশিয়া ও ইউরোপীয় বাজারেও তার প্রভাব পড়েছে।

তবে ট্রাম্প এই বিরতি চীনের ওপর প্রযোজ্য করেননি। বরং, চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করেছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “আলোচনার দরজা খোলা থাকলেও” তারা “শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত”।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন সতর্ক করে বলেছেন, “যদি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমাদের পাল্টা পদক্ষেপ কার্যকর হবে।”

এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থির শান্তি বিরাজ করছে—মার্কিন সিদ্ধান্তে সাময়িক স্বস্তি মিললেও, ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

তথ্যসূত্রঃ https://www.aljazeera.com/economy/liveblog/2025/4/10/trump-tariffs-live-stocks-skyrocket-as-many-duties-paused

মারিয়া

×