
ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে হুতি -আনাদোলু এজেন্সি
ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। প্রতিবেদন মতে, বৃহস্পতিবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়ে। তবে ঠিক কোথায় পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। খবর টাইমস অব ইসরাইলের।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। কিন্তু ইসরাইলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। সৌদি বা হুতি এই ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে হুতি জানায়, তারা ইসরাইলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। এদিকে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দর শহর হোদেইদার আবাসিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। ২০২৩ সালের অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরাইলি কিংবা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। কয়েক মাস এ অবস্থা চলার পর হুতিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগরে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা শুরু করে হুতিরা।