ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র ছাড়তে না চাওয়া অবৈধ অভিবাসীদের জন্য কঠোর বার্তা ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত: ১৯:৫৭, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৩, ১০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র ছাড়তে না চাওয়া অবৈধ অভিবাসীদের জন্য কঠোর বার্তা ট্রাম্প প্রশাসনের

ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের পর আরও কঠোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, অবৈধ অভিবাসীরা নিজে থেকে যুক্তরাষ্ট্র না ছাড়লে তাদের আটক করা হবে।

দেশটির সর্বোচ্চ আদালত অভিবাসী নির্বাসনের যুদ্ধকালীন আইন ব্যবহারের অনুমতি দেয়ার পর এমন হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প সরকার।

দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পরেই সে দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের কোনো অবৈধ অভিবাসীর ঠাঁই হবে না। এর পরেই ট্রাম্প প্রশাসন উঠেপড়ে লাগে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে। এরই ধারাবাহিকতায় তাদের একে একে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে ট্রাম্প প্রশাসন।

এরই মধ্যে বহু অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। তাদের বিতাড়িত করতে ২২৭ বছরের পুরনো আইনকে কাজে লাগাতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু তখন বাধ সাধে নিম্ন আদালতের স্থগিত আদেশ।

এমন পরিস্থিতিতেই এবার মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের হাতে ২২৭ বছরের পুরনো আইনের অস্ত্র তুলে দেয়। তবে আদালত জানিয়েছে, ওই আইনে কোন অবৈধ অভিবাসীকে দেশ ছাড়া করার আগে তার হাতে যথেষ্ট সময় দিয়ে নোটিশ দিতে হবে।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ফের কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার পরামর্শও।

উল্লেখ্য, এলিয়েন এনিমিস অ্যাক্ট আইনটি ১৭৯৮ সালে তৈরি হয়। দেশের শত্রু বলে বিবেচিত বা ক্ষতি করতে পারে এমন ব্যক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে এই আইন বলবৎ করতে পারে মার্কিন প্রশাসন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=w6-jJNaUJ9w

রাকিব

×