ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরবে!

প্রকাশিত: ১৯:২৭, ১০ এপ্রিল ২০২৫

ইসরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরবে!

ছবিঃ সংগৃহীত

ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। ইয়েমেন অনলাইন জানায়, স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে এটি ইসরায়েলে পৌঁছানোর আগেই মাঝপথে সৌদি আরবের কোনো এক স্থানে আঘাত হানে। ঠিক কোথায় এটি পড়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও, সেটি কোনো বড় ধরনের হুমকি সৃষ্টি না করায় সাইরেন বাজানো হয়নি। অপরদিকে, এখনো সৌদি আরব কিংবা হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্রঃ https://jamuna.tv/news/604749

মারিয়া

×