ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হঠাৎ সিদ্ধান্তে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৮:৫৪, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৫, ১০ এপ্রিল ২০২৫

হঠাৎ সিদ্ধান্তে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

নতুন মার্কিন শুল্কনীতি কার্যকরের দিনই তা ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্ত পর্যন্ত এমন কোনও ইঙ্গিত না থাকলেও তিনি দাবি করেছেন, "অন্তরের কথা শুনেই" এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, বিভিন্ন দেশের ওপর আরোপিত ‘পারস্পরিক’ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।

ট্রাম্প জানান, কয়েক দিন ধরেই তিনি এই বিষয়টি নিয়ে ভাবছিলেন এবং হঠাৎ করেই সিদ্ধান্তটি তার কাছে পরিষ্কার হয়ে যায়। তিনি আরও বলেন, "কোনও আইনজীবীর সঙ্গে পরামর্শ ছাড়াই আমি অন্তরের কথা শুনেছি।"

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে মিলে ট্রাম্প এই ঘোষণা প্রস্তুত করেন বলে জানান লুটনিক। তবে অনেক রিপাবলিকান এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন।

শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়লেও স্থগিত ঘোষণার পরই দেশের সাত শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজারমূল্য এক দিনে ১ ট্রিলিয়ন ডলার বেড়ে যায়।

অর্থমন্ত্রী বেসেন্ট জানান, বাজারের চাপ নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলাদা চুক্তির উদ্দেশ্যেই এই সাময়িক স্থগিতাদেশ। প্রেসিডেন্ট নিজে আলোচনায় যুক্ত থাকতে চান বলেই এই সময় নেওয়া হয়েছে।

পরে ট্রাম্প বলেন, "শেয়ার বাজারের অবস্থা দেখে বুঝেছি মানুষ উদ্বিগ্ন। এখন সবাই বলছে এটি আর্থিক ইতিহাসের বড় দিন।" তিনি আরও যোগ করেন, "আমি যা করেছি, অন্য কোনও প্রেসিডেন্ট তা করতেন না।"

সূত্র : axios.com

রাজু

×