
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বেশ কিছু আরব দেশ। আঞ্চলিক শক্তির দেশ তুরস্কও নিন্দা আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। এক ইরান ও ইয়েমেনের যোদ্ধারা নিজেদের যতটুকু রয়েছে তা নিয়েই মোকাবেলা করছে ইসরায়েলকে।
এর বাইরে গিয়ে এবার ফিলিস্তিনিদের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশটি। এশিয়ায় অবস্থিত দেশটির নাম ইন্দোনেশিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ইন্দোনেশিয়া।
বুধবার (৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার বিষয়ে এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ১ হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেয়ার প্রস্তুতি নিয়েছে তাঁর দেশ।
এছাড়া, ক্ষতিগ্রস্ত এসব মানুষকে কীভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেয়া যায়, সে বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আরও বলেন, 'আমরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত। ভুক্তভোগীরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং তাদের ফেরত পাঠানোর জন্য গাজার পরিস্থিতি নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তারা ইন্দোনেশিয়ায় থাকবেন।'
সূত্র: https://www.youtube.com/watch?v=rWT8XyV_krU
রাকিব