ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সৌদিতে আঘাত হানল হুথির মিসাইল

প্রকাশিত: ১৫:৪৯, ১০ এপ্রিল ২০২৫

সৌদিতে আঘাত হানল হুথির মিসাইল

ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইল আঁছড়ে পড়েছে সৌদি আরবে। এ নিয়ে শুরু হয়েছে আতঙ্ক ও আলোচনা। গাজায় হামলা ও হত্যাযজ্ঞ প্রসঙ্গে যখন নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব, তখন এই মিসাইল যেন তাদেরকে জেগে ওঠার বার্তা দিতে এসেছে।

এই মিসাইল ছুঁড়েছে ইয়েমেন বাহিনী, যারা গাজা আগ্রাসনের বিরুদ্ধে প্রথম থেকেই ছিল সোচ্চার। ইয়েমেনই একমাত্র শক্তি যোগাচ্ছে তাদের মুসলিম ভাই-বোনদের। ঢাল হয়ে রক্ষা করছে তাদের, শত্রুদের দিচ্ছে উচিত শিক্ষা।

ইয়েমেনের ছোঁড়া মিসাইলে প্রতিদিনই আতঙ্কগ্রস্ত থাকতে হয় সাগরে থাকা মার্কিন রণতরীকে। নেতানিয়াহুর আকাশ কেঁপে কেঁপে উঠছে মিসাইল বৃষ্টিতে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া একেরপর এক মিসাইলে ক্ষতবিক্ষত হয়েছে নেতানিয়াহুর দেশ।

ইয়েমেন থেকে মিসাইলটি ইসরাইলের উদ্দেশ্যেই ছোঁড়া হয়েছিল। কিন্তু সেটি তেল আবিবে না পড়ে, চলে গেছে সৌদি আরবে। আঁছড়ে পড়েছে সেখানেই। ইসরাইলি গণমাধ্যম বলছে, স্থানীয় সময় বুধবার রাত ৯ টার দিকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়ে। যদিও সৌদি আরবের কোথায় পড়েছে সে বিষয়ে তথ্য জানা য়ায়নি। ইসরাইলি গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করে নি রিয়াদও।

সৌদিতে আঁছড়ে পড়া‌ ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল। আনাদোলু বলেছে, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার ইয়েমেন থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পৌঁছেছে। ইসরাইলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সনাক্ত করেছে। যদি এই ঘটনায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি ইসরাইলে। কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরাইলে নয়, পড়েছে সৌদিতে।

মূলত ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে দেশের প্রতিরক্ষা যোদ্ধারা। দেশের সরকারি সশস্ত্র বাহিনী হিসেবেও পরিচিত তারা। ২০২৩ সালে গাজা আগ্রাসনের প্রতিবাদে সাগরে ইসরাইল এবং পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করে যাচ্ছে, ছুঁড়ছে মিসাইলও।

গত ১৮ মার্চ গাজা উপত্যকায় আবারো ইসরাইলি আগ্রাসনের পর নতুন করে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে সংগঠনটি। তখন থেকে ইসরাইলের দিকে ১৮ টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ টি ড্রোন নিক্ষেপ করে সংগঠনটি। এমনকি যুক্তরাষ্ট্রের রণতরী হ্যারি এসব ট্রুম্যানকে লক্ষ্য করেও একেরপর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

সূত্র: https://youtu.be/9k1lNI8XzHU?si=2RKxVRv_AGCGSqeU

মায়মুনা

×