ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

তুরস্ক আতঙ্কে ইসরাইলে এবার রেড অ্যালার্ট!

প্রকাশিত: ১৪:৪১, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৪, ১০ এপ্রিল ২০২৫

তুরস্ক আতঙ্কে ইসরাইলে এবার রেড অ্যালার্ট!

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন নীরব থাকার পরে হঠাৎ হাজির এরদোয়ান। কোথায় গেলেন আধুনিক অটোম্যান সম্রাট? এই প্রশ্ন সবার মুখে। নিজের দেশ সামলে, গদি বাঁচিয়ে বিশ্বরাজনীতিতেও চোখ রাখছেন তিনি। গাজা, হামাস, সিরিয়া কিংবা হিজবুল্লাহ কোনোটিই এড়িয়ে যায় নি তার চোখ। বরং তিনি সাজাচ্ছিলেন নিজের ছক। এবার তার নজর সিরিয়ায়।

তুরস্ক এবার সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। গণমাধ্যম বলছে, ইসরাইলের মিত্র আমেরিকার কাছে থেকে পাওয়া বিশেষ অস্ত্র দিয়েই ইসরাইলকে তিনি কাবু করতে পারেন এরদোয়ান।

বলা হচ্ছে, তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান ইসরাইলের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে। তাই, অচিরেই তুরস্কে অবতরণ করতে যাওয়া এফ-৩৫ নিয়ে আতঙ্কে আছে ইসরাইল। সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

নেতানিয়াহু ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তুরস্ক বা হামাসের কোনো মিত্রকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছেন। কারণ এই স্টেলথ ফাইটার জেট হাতে পেলে তুরস্কের সামরিক বাহিনীর সক্ষমতা আরো বহুগুণ বেড়ে যাবে এমন শঙ্কা তেল আবিবের। তাই, নেতানিয়াহু তুরস্কের কাছে এই আধুনিক বিমান বিক্রির চুক্তিটি আটকে দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে।

ইসরাইল ছাড়া বর্তমানে এই শক্তিশালী বিমান ওই অঞ্চলের আর কারো হাতে নেই। কিন্তু তুরস্ক এই অস্ত্র পেয়ে গেলে ইসরাইলের আধিপত্যে যে সরাসরি হামলা হবে সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই।

ইসরাইল মনে করছে এফ-৩৫ হাতে পেলে তাদের জন্য বড় হুমকি হতে পারে তুরস্ক। এফ-৩৫ শুধুমাত্র একটি যুদ্ধবিমান নয়, এটি এক ডিজিটাল যুদ্ধ মেশিন। রণক্ষেত্রে এখনো এটিকে অপ্রতিরোধ্য মনে করা হয়। যদিও তুরস্কের জেনারেশন ৫ এর স্টেলথ ফাইটার জেট আছে যার নাম দেওয়া হয়েছে ’কান’। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিমানও রণাঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত। তাই তুরস্ক এফ-৩৫ না পেলেও ইসরাইল আতঙ্কমুক্ত নয়।

সূত্র: https://youtu.be/7HK-aAQZIBA?si=SZOR8uMS1UO3agFp

মায়মুনা

×