
ছবি: সংগৃহীত
বিশ্ব রাজনীতির ময়দানে চুপিসারে হাজির হচ্ছেন এক পরিচিত মুখ- তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। বহুদিন ধরে নীরব থেকেও চোখ রেখেছেন আন্তর্জাতিক কৌশলের প্রতিটি দিকেই। বাঘ যেমন শিকারের আগে পা টিপে টিপে চলে, তেমনি এরদোয়ানও পরখ করে নিচ্ছেন সব সম্ভাব্য চাল।
অনেকেই ভাবছিলেন, তিনি কি হারিয়ে গেছেন? আদৌ নয়। বরং, নিজ দেশে গদি সামলে এবার বিশ্ব মঞ্চে নিজের নতুন চিত্র আঁকতে শুরু করেছেন তিনি। গাজা, হামাস, সিরিয়া, হিজবুল্লাহ- সব কিছুর হিসাব তার কাছে পরিষ্কার। এবার নজর দিয়েছেন সিরিয়ার দিকে।
তুরস্ক গোপনে সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। প্রশ্ন উঠছে-আসাদ শাসিত সিরিয়ায় কি এরদোয়ান নতুন কোনো 'পরশ পাথর' পেয়েছেন? আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য এরদোয়ান ‘কইয়ের তেলে কই ভাজার’ মতোই কৌশলী পদক্ষেপ নিচ্ছেন।
সবচেয়ে আলোচিত বিষয়, তুরস্কের সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান প্রাপ্তি। এই স্টেলথ ফাইটার জেট যদি এরদোয়ানের হাতে পৌঁছে, তবে তা ইসরায়েলের জন্য হবে এক দুঃস্বপ্ন। এমন আশঙ্কায় ইতোমধ্যেই তেল আবিবে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি অনুরোধ করেছেন, যেন তুরস্ক বা হামাসের মতো মিত্রদের কাছে এমন অস্ত্র না দেওয়া হয়।
এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান শুধু একটি ফাইটার জেট নয়, এটি একেবারে এক ডিজিটাল যুদ্ধ মেশিন। তবে তুরস্ক বসে নেই- তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে ‘কান’ নামের স্টেলথ ফাইটার জেট। যদিও এখনও তা এফ-৩৫- এর মতো শক্তিশালী নয়, তবু ইসরায়েলের জন্য এটি অশনি সংকেতই বয়ে আনছে।
এরদোয়ান এখন শুধু খেলোয়াড় নন, তিনি দাবার ছকে এক নতুন গেমমাস্টার। সামনে হয়তো আরও অনেক চমক অপেক্ষা করছে বিশ্ব রাজনীতির মঞ্চে।
মেহেদী হাসান