
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে। এর আগেই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, শুল্ক কমাতে চলছে দফায় দফায় আলোচনা।
মঙ্গলবার স্থানীয় সময় এক বৈঠকে ট্রাম্প বলেন, “বিশ্বনেতারা এখন আমাকে ‘স্যার’ বলে ডাকছেন। তাঁরা চুক্তি করতে এতটাই মরিয়া যে ফোন করে অনুরোধ করছেন। কেউ কেউ পশ্চাদ্দেশে চুমু খাওয়ার মতো আচরণ করছেন।”
ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দাবি, এই শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বনেতাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এবং তাঁরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক কমাতে ইসরায়েল ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। তাদের প্রতিনিধিদল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাস সম্ভব হলেও, ঠিক কোন চুক্তির ভিত্তিতে কতটা শুল্ক কমানো হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক নীতি ট্রাম্প প্রশাসনের একটি কৌশলগত পদক্ষেপ, যা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়।
কানন