ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কেএফসি ভাঙচুরের ভিডিও মিডেল ইস্টে ভাইরাল

প্রকাশিত: ১০:৩৮, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪৭, ১০ এপ্রিল ২০২৫

কেএফসি ভাঙচুরের ভিডিও মিডেল ইস্টে ভাইরাল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের একদল তরুণের কেএফসি আউটলেট ভাঙচুরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আল-জাজিরার সহযোগী সংবাদ মাধ্যম মোবাসসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওটিতে ফিলিস্তিনি সংহতিতে বাংলাদেশি যুবকদের প্রতিবাদী অবস্থান দেখে আরব দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন।

 

 

ভিডিওটির নিচে আরব ব্যবহারকারীরা বাংলাদেশের তরুণদের সাহসিকতার প্রশংসা করে একের পর এক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "সমগ্র আরব বিশ্বের উচিত আমেরিকার পণ্য বয়কট করা। বাংলাদেশিরা দেখিয়ে দিল কিভাবে প্রতিবাদ করতে হয়!" অন্যজন মন্তব্য করেছেন, "এই তরুণরাই প্রকৃত মুসলিম, এই তরুণরাই বীর।" 

কিছু মন্তব্যে ফিলিস্তিনি সংকটে আরব নেতৃত্বের নিষ্ক্রিয়তার সমালোচনাও উঠে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, "বিশ্বের মুসলিমরা যদি এভাবে রাস্তায় নামত, তাহলে গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ হতো। লজ্জা আরব নেতাদের!"

 

এই ঘটনায় আরব দর্শকদের মধ্যে একদিকে যেমন বাংলাদেশের প্রতিবাদী তরুণদের প্রতি সমর্থন দেখা গেছে, অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের ভূমিকা নিয়ে তীব্র আত্মসমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণের ফিলিস্তিন-সমর্থন ও ইসরাইল-মার্কিন পণ্য বয়কট আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র:https://www.facebook.com/share/r/1BBFWbPs7c/?mibextid=D5vuiz

আঁখি

×