
ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোঁ ঘোষণা দিয়েছেন যে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বুধবার (৯ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা জানান। রয়টার্সের খবরে বলা হয়েছে, ম্যাঁক্রোঁ বলেছেন, "আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে এগোতে হবে, এবং আমরা এটি কয়েক মাসের মধ্যে করব।"
তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্সের লক্ষ্য জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিত জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। ম্যাঁক্রোঁ বলেন, "আমি মনে করি এটি করার এখনই উপযুক্ত সময়। আমি এমন একটি যৌথ উদ্যোগে অংশ নিতে চাই, যেখানে ফিলিস্তিনের সমর্থকরা বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে—যা অনেকেই এখনও করেননি।"
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি এএফপিকে বলেন, "ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।"
ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। তবে এবার যদি ফ্রান্স এই স্বীকৃতি দেয়, তাহলে তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আঁখি