
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বুধবার (৯ এপ্রিল, ২০২৫) জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যকার চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দিতে প্রস্তুত তার দেশ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মাসে ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরুর পর থেকে প্রায় ৪ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন।
মধ্যপ্রাচ্য সফরে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট প্রাবোও বলেন, “আমরা আহতদের গ্রহণ করতে প্রস্তুত।” তিনি আরও জানান, তিনি সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিসর, কাতার এবং জর্ডানে সফর করবেন।
প্রাবোও জানান, ইন্দোনেশিয়া প্রাথমিকভাবে ১,০০০ গাজাবাসীকে আশ্রয় দিতে উড়োজাহাজ পাঠাতে প্রস্তুত রয়েছে। আহত ফিলিস্তিনিদের পাশাপাশি ‘মানসিকভাবে বিপর্যস্ত, এতিম শিশুদের’ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি আমার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি যেন তিনি ফিলিস্তিনি কর্মকর্তাদের ও অঞ্চলের অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করে আহত ও এতিম গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উপায় বের করেন।”
বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া বরাবরই ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও তুরস্ক সফরে দেশটির পার্লামেন্টে বক্তব্য দেওয়ার বিরল সুযোগ পাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনি অধিকারের জোরালো সমর্থক। গত ফেব্রুয়ারিতে তিনি ইন্দোনেশিয়া সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন।
শহীদ