
ছবিঃ সংগৃহীত
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন যে তিনি ৯০ দিনের জন্য সেই সব দেশের উপর পারস্পরিক শুল্ক স্থগিত রাখবেন, যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি। এটি তার বাণিজ্য পরিকল্পনার একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যা বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তুলছিল।
ট্রাম্প জানিয়েছেন, এই দেশগুলোর উপর শুল্ক ১০% তে নামিয়ে আনা হবে, যা তার অন্যান্য সব আমদানির শুল্কের সমান হবে।
এদিকে, তিনি চীনের উপর শুল্ক ১২৫% বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা আজ থেকেই কার্যকর হবে। এর কারণ, চীন যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর উপর শুল্ক বাড়িয়ে ৩৪% থেকে ৮৪% করেছে।
ট্রাম্প বলেন, "একদিন, আশা করি, চীন বুঝবে যে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর থেকে লাভবান হওয়ার দিন আর চলতে পারে না।"
এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারের প্রধান সূচকগুলো দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।
তথ্যসূত্রঃ https://www.investopedia.com/trump-issues-90-day-pause-on-widespread-reciprocal-tariffs-11712133
মারিয়া