
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বুধবারও সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে বরিশালে ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজে ইসলামী ছাত্রশিবির ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে।
মেহেরপুরে ফিলিস্তিন নিয়ে কটূক্তির প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া, ময়মনসিংহ ও পাবনায় ইসরাইলি পণ্য বয়কটে লিফলেট বিতরণ করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেস ক্লাব। বুধবার কেরানীগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনে অংশ নেয় কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মো. মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।
বরিশাল ॥ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদীর বাটাজোর বন্দরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাটাজোর ইউনিয়নের ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল গাজায় যে বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিক, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বক্তারা বিশ্ব সম্প্রদায়ের মোড়লদের নিরবতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সবশেষে ফিলিস্তিনবাসীকে হেফাজতের জন্য সৃষ্টিকর্তার রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়।
রাজশাহী ॥ গাজায় ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সেক্রেটারি মোশাররফ হোসেন মাহদী, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সেক্রেটারি হাফেজ শাহিনুল ইসলাম, রাজশাহী কলেজ সাহিত্য প্রকাশক সম্পাদক হাফেজ আসমাউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা ॥ ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। মিছিলে এ সময় নেতাকর্মীরা ‘তুমি-কে আমি-কে, ফিলিস্তিন-ফিলিস্তিন’, ‘বয়কট-বয়কট, ইসরাইল-বয়কট’, ‘ফিলিস্তিন-ফিলিস্তিন, জিন্দাবাদ-জিন্দাবাদ, ইত্যাদি স্লেøাগান দেন।
মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদি, তাজকিন আহম্মেদ চিশতি, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শফিকুল আলম বাবু, শেখ শরিফুজ্জামান সজীব, হাসান শাহারিয়ার রিপনসহ বিএনপির নেতা-কর্মীরা।
বক্তারা এ সময় বলেন, পৃথিবী থেকে ইসরাইলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা না করে ইসরাইলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।
মেহেরপুর ॥ ফিলিস্তিন নিয়ে কটূক্তির প্রতিবাদে চঞ্চল মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার তৌহিদী জনতা। বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা খেলাফত মজলিস সভাপতি মুফতি হুসাইন আহমাদ, সেক্রেটারি মুফতি মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গ্র্রেপ্তার হয়েছে। তবে, এত বড় অপরাধের জন্য শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়। আমরা চাই, তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোকÑ যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়। তারা আরও বলেন, ইসলাম ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত নাস্তিক চঞ্চল মাহমুদকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেওয়া হোক।
এদিকে, মানববন্ধন শেষে মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করায় হাফিজুল নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার বেলা ১১টার দিকে শহরের কাসারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাবলুর ছেলে।
মেহেরপুর প্রেস ক্লাবের সামনে তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিনি নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চঞ্চলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালীন সময় হাফিজুল আল্লাহর নামে কটূক্তি করেন। পরে সে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে, সরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরে। বড় বাজার ব্যবসায়ী সমিতি সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ জানায়।
হালুয়াঘাট, ময়মনসিংহ ॥ ইসরাইলি পণ্য বয়কট ও দেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে হালুয়াঘাটে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ হালুয়াঘাট শাখার আয়োজনে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মধ্যবাজার পর্যন্ত প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করা হয়।
পরে ইসরাইলি পণ্য পুড়িয়ে এর প্রতিবাদ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ হালুয়াঘাট শাখার সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল রানা, অসীম, তারেক, রাকিব প্রমুখ।
ঈশ্বরদী, পাবনা ॥ গাজায় ইসরাইলি বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মানুষের দেহ। লাখ লাখ শিশুসহ মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বুধবার পাকশীতেও রেল শ্রমিকদল, বিআরএল, বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচি পালন করে। গাজায় গণহত্যা বন্ধের দাবি ও নির্মম হত্যাকা-ের প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উপজেলার পোলেরহাট বাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট আলহাজ আজাহারিয়া দাখিল মাদ্রাসা চত্বর থেকে শিক্ষার্থীরা ও তৌহদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট ॥ সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে ব্যবসায়ীরা। এতে অংশ নেন সিলেটের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।
সেনবাগ, নোয়াখালী ॥ দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সেনবাগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সেনবাগ উপজেলা, পৌরসভা যুবদল ও তৌহিদী জনতা। বুধবার বিকেলে সেনবাগ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে প্রতিবাদ সভা করে।