
উপগ্রহ এবং মহাকাশ যান উৎক্ষেপণের ঘোষণা
চলতি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি উপগ্রহ এবং মহাকাশ যান উৎক্ষেপণের ঘোষণা করেছে ইরান। পাশাপাশি দেড় হাজার কেজি ওজনের একটি জৈবিক ক্যাপসুল তৈরির পরিকল্পনার ঘোষণা করেছে দেশটি, যা একজন মানুষকে মহাকাশে বহন করতে সক্ষম। খবর মেহর নিউজের।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান এবং উপ-আইসিটি মন্ত্রী হাসান সালারিয়ে জানিয়েছেন, দেশটি পারস্য ক্যালেন্ডার ১৪০৪ (২০২৫-২০২৬) সালে সিরিজ আকারে দেশীয় এবং আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ করবে। এসব উপগ্রহের মধ্যে রয়েছে সিমোর্গ এবং অপ্টিমাইজড সিমোর্গ ও জোলজানা। এ ছাড়া কায়েম ১০০ উৎক্ষেপণ যান উৎক্ষেপণ করা হবে।
তিনি জানান, জাফর এবং পায়া উপগ্রহ উৎক্ষেপণে ১৪০৩ সালকে নির্ধারণ করা হলেও উৎক্ষেপণ বিলম্বিত হয় এবং এখন ১৪০৪ সালের জন্য তা পুনর্নির্ধারণ করা হয়েছে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামি।
তিনি বলেন, এইওআই ২০ ফারভার্দিন ৯ এপ্রিল উপলক্ষে আয়োজিত একটি উচ্চ-প্রোফাইল অনুষ্ঠানে নিজেদের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করবে। ১৪০৩ সালের পারস্য ক্যালেন্ডার বছরে ইরানের আণবিক সংস্থার কর্মক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে ইসলামি এইওআইর মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের অব্যাহত গতি তুলে ধরেন।