
ছবি: সংগৃহীত
গাজা ক্রমশ পরিণত হচ্ছে এক ধ্বংসস্তূপে—ইসরাইলি আগ্রাসনে বিপর্যস্ত এ অঞ্চল যেন এখন মৃত্যুপুরী। চারদিকে ধ্বংস, কান্না আর হাহাকার। অথচ বিশ্ব মোড়লদের চোখে-মুখে চরম নীরবতা, মানবিকতার কোনো প্রতিচ্ছবি নেই। জাতিসংঘসহ আরব বিশ্বের নেতৃত্বও যেন মুখ বুজে আছে। সৌদি আরব, মিশর, দুবাই—সব শহরেই যেন এক নিঃস্তব্ধতার ছায়া।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে তুষ্ট রাখতেই ইসরাইলবিরোধী কোনো কার্যকর অবস্থান নিতে চায় না আরব দেশগুলো। কারণ, তাদের নিরাপত্তা নির্ভর করে আমেরিকার উপর। এদিকে, নতুন একটি খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশ মিলে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির কাঠামো তৈরি করছে। এতে থাকবে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রূপরেখা এবং প্রাথমিকভাবে অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব।
তবে, ইসরাইল এই প্রস্তাবে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ, পরিকল্পনায় রয়েছে পশ্চিম তীরের কিছু এলাকা ছেড়ে দেওয়া এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের রাজধানী প্রতিষ্ঠার মতো বিষয়, যা বর্তমান কট্টর ডানপন্থী ইসরাইলি সরকারের জন্য গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা নিশ্চয়তা ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রলোভন দেখিয়েই হয়তো ইসরাইলকে এই চুক্তিতে রাজি করানো সম্ভব হতে পারে।
মেহেদী হাসান