
ছবি সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা ভয়াবহ সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের মানবিক আশ্রয় দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
বর্তমানে মধ্যপ্রাচ্য ও তুরস্ক সফরে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এই সফর থেকেই তিনি জানান, প্রথম ধাপে যুদ্ধবিধ্বস্ত গাজার এক হাজার ফিলিস্তিনিকে ইন্দোনেশিয়ায় সাময়িক আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়প্রাপ্তদের মধ্যে যুদ্ধাহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম শিশুরা অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেন তিনি।
প্রাবোও বলেন, “আমরা তাদের সম্পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করব। তারা সুস্থ হয়ে ওঠা এবং গাজার পরিস্থিতি নিরাপদ হওয়া পর্যন্ত আমাদের দেশে থাকতে পারবে।”
তিনি আরও জানান, আশ্রয় কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জরুরি আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান চলছে। এতে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখো মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা।
আশিক