ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, বঙ্গে কোনো ডিভাইড এন্ড রুল হবে না, ওয়াকফ বিল প্রসঙ্গে মমতা ব্যানার্জি

প্রকাশিত: ১৯:০২, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০৬, ৯ এপ্রিল ২০২৫

দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, বঙ্গে কোনো ডিভাইড এন্ড রুল হবে না, ওয়াকফ বিল প্রসঙ্গে মমতা ব্যানার্জি

ছবিঃ সংগৃহীত

মাইনোরিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেখুন, আপনাদের মনে যেসব কষ্ট হচ্ছে, বিশেষ করে সম্পত্তি নিয়ে, আপনাদের বিশ্বাস রাখতে হবে যে, বঙ্গে এমন কিছু হবে না। এখানে কোনো 'ডিভাইড এন্ড রুল' চালু হবে না। আমাদের সবাইকে একসাথে থেকে বাঁচতে হবে, তাই এ ব্যাপারে উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই।"

মমতা আরও বলেন, "আমাদের এখানে ৩৩% মাইনোরিটি আছে, তাহলে আমরা কী তাদের বিতাড়িত করব? কিভাবে আমরা তাদের বের করে দেব? এটা তো এখন থেকে নয়, ইতিহাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একসাথে ছিল। আজাদীর পর দেশ ভাগ হয়।"

এটি ছিল ওয়াকফ বিল প্রসঙ্গে মুসলিমদের উদ্দেশ্যে তার বক্তব্য। তিনি নিশ্চিত করেন, "দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, বঙ্গে কোনো ডিভাইড এন্ড রুল হবে না।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1EACAsKRNZ/

মারিয়া

আরো পড়ুন  

×