
ছবিঃ সংগৃহীত
চীন আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪% শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এর আগে ঘোষিত শুল্ক ছিল ৩৪%।
এই পদক্ষেপটি বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে চীনের সর্বশেষ জবাব, যা শুরু হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক’ শুল্ক নীতির মাধ্যমে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যরাত থেকে বিশ্বের বহু দেশের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর করেছেন, যার মধ্যে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১০৪% শুল্ক আরোপ করা হয়েছে।
এই পাল্টাপাল্টি শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করছে।
সূত্রঃ রয়টার্স
ইমরান