
ছবি সংগৃহীত
লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের সব বিতর্কিত এলাকা থেকে সম্পূর্ণরূপে সরে গেলে এবং আকাশপথে হামলা বন্ধ করলে তারা অস্ত্র ত্যাগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।
বিষয়টি রয়টার্স বার্তা সংস্থাকে নিশ্চিত করেছেন হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তিনি বলেন, “ইসরায়েল যদি পাঁচটি বিতর্কিত পয়েন্ট থেকে সম্পূর্ণভাবে সরে যায় এবং লেবাননের ওপর আক্রমণ বন্ধ করে। তাহলে হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ নিয়ে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে।”
যদিও গত নভেম্বর থেকে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবুও ইসরায়েল নিয়মিত লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবিতে চাপ দিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা
আশিক