ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গাজায় ৬০ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে!

প্রকাশিত: ১৬:১৯, ৯ এপ্রিল ২০২৫

গাজায় ৬০ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে!

ছবি সংগৃহীত

গাজার ওপর চলমান ইসরায়েলি অবরোধের ফলে মারাত্মক খাদ্য সংকটে ভুগছে পুরো অঞ্চল। খাদ্যের অভাবে শিশুরা পড়ছে চরম অপুষ্টির ঝুঁকিতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ৬০ হাজার শিশু বর্তমানে মারাত্মক স্বাস্থ্য জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছে।

মাঠপর্যায়ে কাজ করা চিকিৎসক ও মানবিক সহায়তাকর্মীরা বলছেন, ক্রমাগত খাদ্য সংকটের ফলে শিশুদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দিচ্ছে।

এ অবস্থার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনীর জারি করা গৃহত্যাগের নির্দেশে বন্ধ হয়ে গেছে ২১টি পুষ্টিকেন্দ্র। ফলে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত প্রায় ৩৫০ শিশু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, জানিয়েছে জাতিসংঘ। সূত্র: আল জাজিরা

আশিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×