ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পারমাণবিক উত্তেজনায় টগবগ করছে মধ্যপ্রাচ্য, শুরু হতে পারে মহাযুদ্ধ

প্রকাশিত: ১৬:১৩, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:১৫, ৯ এপ্রিল ২০২৫

পারমাণবিক উত্তেজনায় টগবগ করছে মধ্যপ্রাচ্য, শুরু হতে পারে মহাযুদ্ধ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। পরিস্থিতির এমন রূপ নিয়েছে যে, দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব যেন কেবল এক ‘ট্রেলার’  ছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে ঘিরে বিশ্বজুড়ে উদ্ধেগ বেড়েই চলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধ- যেখানে গোলা-বারুদ নয়, ব্যবহৃত হতে পারে পরমাণু অস্ত্রও।

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে দেশটি ‘মহাবিপদের মুখে’পড়বে। হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক বক্তব্যে ট্রাম্প জানান, শনিবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে ইরান এই আলোচনাকে ‘পরোক্ষ’বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আলোচনা হলেও তা সরাসরি নয় বরং তৃতীয় পক্ষের মাধ্যমে হবে।

ইরান পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত ৫০ বছরে দেশটি নিজেকে পাল্টে নিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, এখন তারা ভয় পায় না বরং যেকোনো আঘাতে দিতে পারে ‘চরম প্রতিশোধ’। গোপন মিসাইল ঘাঁটি ও সম্ভাব্য পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য পশ্চিমাদের উদ্বিগ্ন করে তুলেছে।

আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, ইরানের হাতে ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র চলে এসেছে। আর তা যদি সত্যি হয়, তবে বিষয়টি গোটা অঞ্চলকেই অস্থির করে তুলবে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ভারী অস্ত্রভাণ্ডার ও যুদ্ধজাহাজ মোতায়েন করে যেন যুদ্ধের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও রয়েছে প্রস্তুত। মনে করা হচ্ছে, কেবল একটি স্ফুলিঙ্গই যথেষ্ট এই বিস্ফোরণের জন্য।

বিশ্লেষকদের মতে, আলোচনায় আশার আলো থাকলেও ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব ও ইসরায়েলের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষত, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে।

এই প্রেক্ষাপটে, মঙ্গলবার মস্কোতে রাশিয়া, চীন ও ইরানের কূটনীতিকদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে আঞ্চলিক কৌশলগত অবস্থানগুলো আরও পরিষ্কার হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব এখন তাকিয়ে রয়েছে শনিবারের আলোচনার দিকে। তা শান্তির বার্তা বয়ে আনবে, নাকি এক বিধ্বংসী যুদ্ধের সূচনা ঘটাবে- সে উত্তর সময়ই দেবে।

মেহেদী হাসান

আরো পড়ুন  

×