
ছবি সংগৃহীত
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উদ্দেশ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মোদিকে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের স্মরণে প্রতিবছর ৯ মে দিনটি ‘ভিক্টরি ডে’ বা বিজয় দিবস হিসেবে পালন করে আসছে রাশিয়া। ১৯৪৫ সালের এই দিনেই নাৎসি বাহিনী সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল।
আশিক