
ছবি: সংগৃহীত
ঝামেলামুক্ত পরিবেশ ও সততার প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে মিশিগানে শুরু হচ্ছে দিই দিনব্যাপী কনস্যুলেট সেবা।
গুটি কয়েক ব্যক্তি কতৃক অতীতের মতো কোনো ধরনের বিশৃংখলা এড়ানো, মুক্ত পরিবেশ এবং সততার সাথে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে নতুন রূপে ভ্রাম্যমাণ কনস্যুলেট সার্ভিস কার্যক্রম শুরু হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ১২ এবং ১৩ এপ্রিল এই মহতী সেবা প্রদান করা হবে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ, ৪৩৪৫ ইষ্ট টেন মাইল সড়কস্থ আল ইহসান ইসলামিক সেন্টারে। সকাল ১০টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই সেবা প্রদান করবে ওয়াশিংটন দূতাবাস।
এ উপলক্ষে সংশ্লিস্ট কার্যক্রমের আয়োজক বাংলাদেশ সোসাইটি অব মিশিগান (ইউএস)। গত রবিবার স্থানীয় এক মসজিদ হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মিশিগান কমিউনিটির ব্যক্তিত্ব সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ।
সভায় সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে কনস্যুলেট সার্ভিসের সার্বিক কার্যক্রম তুলে ধরার কথা বলেন যকনস্যুলেট সার্ভিস পরিচালনা কমিটির প্রধান দেওয়ান আকমল চৌধুরী ও কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম আহমেদ। একটি সুন্দর প্রাণবন্ত পরিবেশে অত্যন্ত সততার সাথে ও নিয়মতান্ত্রিক পন্থায় নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিও প্রদান করেন তারা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আবু লেইস, ইউসুফ কামাল, সমজিত আলম,ইমাম হাফেজ মুহাম্মদ ফকরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক সৈয়দ সাহেদুল হক, মিসবাউর রহমান চৌধুরী, সৈয়দ মোশারফ চৌধুরী, জুয়েল হুদা,সমাজসেবক সাব্বির আহমেদ ও কবির আহমেদ সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক সংশ্লিষ্ট সভার সভাপতি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল দ্যার্থহীন কন্ঠে বলেন, অতীতে এই মিশিগান রাজ্যে একাধিকবার ওয়াশিংটন দুতাবাস কনস্যুলেট অফিসের কর্মকর্তাগণ এসেছিলেন প্রবাসী বাংলাদেশীদের এমন সেবা প্রদানের জন্য। কিন্তু দু:খ ও পরিতাপের বিষয় ছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সার্ভিস প্রদানে সংশ্লিষ্ট আনুষাঙ্গিক বিষয়াদি ও নানান প্রশ্নবোধক কর্মকান্ড নিয়ে বিতর্কের অবতারণা ঘটে। এজন্য মূল লক্ষ্য বাস্তবায়ন তো হয়নি বরং কমিউনিটিতে জন্ম নিয়েছিল নানা সমালোচনার। ফলে এবার যেন এমন দুখজনক পরিস্থিতিতে পড়তে না হয়, তাই আমরা কাজ করব। আমরা চাচ্ছি সকল বিতর্কের উর্দ্ধে উঠে, প্রবাসী বাংলাদেশিদেরকে স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করতে। এজন্য মিশিগানে বসবাসরত সকল পেশার প্রবাসী বাংলাদেশি নাগরিক ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
কোনো ধরনের ঝামেলা যেন কেউ করতে না পারেন, সেজন্য সেলিম আহমেদ সাংবাদিকদেরকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার অনুরোধ জানান।
এদিকে সভা সমাপ্তি শেষে মিডিয়াকর্মীদের হাতে মোবাইল কনস্যুলেট কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএস এর পক্ষে সদস্য সচিব শাহাদাত হোসেন মিন্টু বিশেষ পাস কার্ড তুলে দেন।
মায়মুনা