ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পাঁচটি বিমানবোঝাই করে ভারত থেকে আইফোন সারালো অ্যাপল!

প্রকাশিত: ১০:১৯, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৫৭, ৯ এপ্রিল ২০২৫

পাঁচটি বিমানবোঝাই করে ভারত  থেকে  আইফোন সারালো অ্যাপল!

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে অ্যাপল ভারত থেকে পাঁচটি বিমানভর্তি আইফোন ও অন্যান্য পণ্য জরুরি ভিত্তিতে আমেরিকায় পাঠিয়েছে। মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যে এই সরবরাহ সম্পন্ন করা হয়।  

 

 

সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হওয়ায় অ্যাপল দ্রুত এই পদক্ষেপ নেয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-কে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  

 

 

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি থেকে রক্ষা পেতেই অ্যাপল এই জরুরি পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে কোম্পানিটি উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক সাশ্রয় করতে সক্ষম হবে।

আঁখি

×