ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নতুন শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার সম্ভাবনা, ট্রাম্পের সমালোচনায় ইলন মাস্ক

প্রকাশিত: ০৯:১৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:২১, ৯ এপ্রিল ২০২৫

নতুন শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার সম্ভাবনা, ট্রাম্পের সমালোচনায় ইলন মাস্ক

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নীতির বাস্তব প্রভাব কতটা গভীর হবে তা বুঝতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক শেয়ার বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে, যা ভবিষ্যতে কোম্পানিগুলোর মুনাফা কমার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি বাণিজ্য ও রপ্তানি টানা দুই প্রান্তিকে সংকুচিত হয়, তাহলে বৈশ্বিক মন্দা অনিবার্য হয়ে উঠতে পারে।

 

 

এই নীতির সরাসরি প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশগুলোর উপর, বিশেষ করে কম্বোডিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোতে। দক্ষিণ আফ্রিকার মাল্টা চাষীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ নতুন শুল্কের কারণে তাদের রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাল্টা রপ্তানিকারক হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩৫,০০০ চাষি ও শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়েছে। একইভাবে, কম্বোডিয়ার গার্মেন্টস শিল্পও হুমকির মুখে রয়েছে, যেখানে দেশটির মোট রপ্তানির ৩৭.৮ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়।

মজার বিষয় হলো, ট্রাম্পের এই বাণিজ্য নীতির সমালোচনা করছেন তারই ঘনিষ্ঠ ব্যবসায়ী সহযোগীরা। টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক সহ বেশ কয়েকজন শীর্ষ ধনকুবের উদ্যোক্তা এই শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে মত দিয়েছেন। তারা যুক্তি দেখিয়েছেন যে এই পদক্ষেপ বাণিজ্যিক বিনিয়োগকে ধীর করে দেবে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিতে পারে। মাস্ক বিশেষভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের পক্ষে তার অবস্থান জানিয়েছেন।

 

 

সামগ্রিকভাবে, ট্রাম্পের এই শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য সংঘাতকে আরও তীব্র করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে যদি বর্তমান বাণিজ্য উত্তেজনা অব্যাহত থাকে, তাহলে তা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাকে ত্বরান্বিত করতে পারে। এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে তাদের রপ্তানি বাজার বৈচিত্র্য করার কৌশল নিয়ে ভাবতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারে।

সূত্র:https://youtu.be/e5ZoRJtXu3U?si=hhHmmJ79XLekj-iM

×