ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের সমর্থনে পতাকা হাতে বিজেপির মিছিল

প্রকাশিত: ২৩:৫৮, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৫৮, ৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলের সমর্থনে পতাকা হাতে বিজেপির মিছিল

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইজরায়েলের সাম্প্রতিক হামলা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা। বামপন্থী কয়েকটি সংগঠন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল করলেও, ইজরায়েলের পতাকা হাতে দৃঢ় সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ইজরায়েলের পক্ষে পতাকা হাতে মিছিল করেন বিজেপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, ইজরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং তারা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম এই ঘটনায় সংশ্লিষ্ট বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ইস্যুতে এমন উত্তেজনা ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। দলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। তাদের সমর্থনে মিছিল করা কোনো অপরাধ নয়।”

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/169jGeWJDk/

আসিফ

×