
ছবিঃ সংগৃহীত
গাজা ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গেল কয়েকদিনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন কলকাতার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার কলকাতার ধর্মতলার লেলিন মূর্তির পাদদেশ থেকে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন বামপন্থী ছয়টি সংগঠনের নেতাকর্মীরা। তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অপরদিকে, পশ্চিমবঙ্গের ভাটপাড়া অঞ্চলে ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছেন বিজেপির নেতাকর্মীরা। এ সময় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় বিজেপির এক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম।
তবে এ বিষয়ে সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ায় প্রকাশ্যে ইসরায়েলের পতাকা নেওয়া কোনও অপরাধ নয়।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1GB7hUdBfV/
মারিয়া