ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গাজায় একদিনেই নিহত আরো ৫৮

প্রকাশিত: ২০:২৩, ৮ এপ্রিল ২০২৫

গাজায় একদিনেই নিহত আরো ৫৮

ছবি সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তার পাশে পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স বাহিনী।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১,৪৪৯ জন নিহত ও ৩,৬৪৭ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৫,৬৮৮ জন। সূত্র: আল জাজিরা

আশিক

×