
ছবি: সংগৃহীত
এবার ৪ শতাধিক ইউএস স্টুডেন্ট ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, যার মধ্যে ৫ জন বাংলাদেশি শিক্ষার্থী। ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়।
দুইবছর ধরে চলে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই তথ্য প্রকাশ করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সাতদিনে ভিসা বাতিল হওয়া ৪ শতাধিক শিক্ষার্থী মধ্যে রয়েছে বাংলাদেশি ৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ জনের বাড়ি সিলেট জেলায়, ২ জনের বাড়ি ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ভীতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ভিসায় লেখাপড়া করছেন।
এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্ষান্ত হননি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরেও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার দায়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মায়মুনা