ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি সেনার চাঞ্চল্যকর স্বীকারোক্তি

‘আমরা তাদের স্ত্রী-সন্তান, কুকুর-বিড়াল—সব হত্যা করেছি’

প্রকাশিত: ১৬:০২, ৮ এপ্রিল ২০২৫

‘আমরা তাদের স্ত্রী-সন্তান, কুকুর-বিড়াল—সব হত্যা করেছি’

ছবি: সংগৃহীত

গাজার বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলার বিষয়ে এক ইসরায়েলি সেনার চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স। সেনাটির ভাষ্য অনুযায়ী, হামাসকে টার্গেট করলেও বাস্তবে তারা নিরীহ নারী, শিশু ও পশু-পাখিকেও হত্যা করছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি সেনা বলেন, ‘২০২৩ সালের অক্টোবরে তারা (হামাস যোদ্ধারা) আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে, আমরা তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল—সবকিছুই মেরেছি।’

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাদের অনেকেই স্বীকার করেছেন যে ৭ অক্টোবর হামলার প্রতিশোধ নিতে বেসামরিক মানুষ হত্যা করা হয়েছে। এক সেনা কাঁপা গলায় বলেন, ‘আমরা প্রতিশোধ নিতে এসেছি, কিন্তু এখন যা করছি, তা একেবারেই ভিন্ন।’

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার ভূমি দখল করতেই ইচ্ছাকৃতভাবে অঞ্চলটিকে ধ্বংস করেছে ইসরায়েল। ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতিবেদনে বাফার জোনে থাকা বেশ কয়েকজন ইসরায়েলি সেনার স্বীকারোক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা গাজার সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের কথা প্রকাশ করেছেন।

গাজায় ইসরায়েলের চলমান অভিযানে ইতোমধ্যে ৩২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তেল আবিব তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

ফারুক

×