
ছবি: সংগৃহীত।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সর্বশেষ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই ধরনের শুল্ক আরোপের বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করার অঙ্গীকার করেছে, এবং এটি একটি ব্ল্যাকমেইলের সমার্থক বলে মন্তব্য করেছে।
গত সপ্তাহে, ট্রাম্প বেইজিংকে ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন। তবে, যদি কোনো পক্ষই পিছু না হটে এবং ট্রাম্প তার পরিকল্পনায় অটল থাকেন, তাহলে এই বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্য ১০৪ শতাংশ শুল্কের সম্মুখীন হতে পারে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকি একের পর এক ভুলের ফলস্বরূপ, যা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং প্রকৃতিকে প্রকাশ করে।" তারা আরও জানিয়েছে, “যদি যুক্তরাষ্ট্র তার পথে চলতে থাকে, চীন শেষ পর্যন্ত লড়াই করবে।” মন্ত্রণালয় এই কথা জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পক্ষপাতী, কারণ বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারে না।
চীনের এই কৌশল যুক্তরাষ্ট্রের একতরফা হুমকির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্তের ফল। সম্প্রতি, বেইজিং বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করতে প্রস্তুত। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘পিপলস ডেইলি’ জানায়, “মার্কিন শুল্কের প্রভাব চীনের ওপর পড়বে, তবে এটি আকাশ ভেঙে পড়বে না।” একইসাথে তারা আরও জানায়, "২০১৭ সালে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা স্থিতিস্থাপকতা প্রদর্শন করে উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত রেখেছি। যত বেশি চাপ আসবে, তত বেশি শক্তিশালী হবো।"
তথ্যসূত্র: এনডিটিভি
সায়মা ইসলাম