
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানে ড্রোন ব্যবহারের অনুমতি না নেওয়ার অভিযোগে তালেবানদের হাতে আটক আমেরিকান নাগরিক ফেয়ে হল মুক্তি পেয়েছেন। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন।
একটি আদালতের আদেশের পর কাতারের মধ্যস্থতা ও লজিস্টিক সহায়তায় বৃহস্পতিবার হল মুক্তি পান। তাকে কাবুলে কাতারি দূতাবাসে গ্রহণ করা হয়েছে এবং একাধিক স্বাস্থ্য পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে যে তিনি শারীরিকভাবে সুস্থ। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাবেক আফগানিস্তান বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিলজাদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় হল কাতারি কর্মকর্তাদের সঙ্গে আছেন। তিনি লিখেছেন, “আমেরিকান নাগরিক ফেয়ে হল, যিনি সম্প্রতি তালেবানদের কাছ থেকে মুক্তি পেয়েছেন, এখন কাতারিদের তত্ত্বাবধানে আছেন এবং খুব শিগগিরই দেশে ফিরবেন। তোমার অবিচল সহায়তার জন্য ধন্যবাদ, কাতার।”
হলের মুক্তির আগে আরেক আমেরিকান নাগরিক জর্জ গ্লেজম্যানকেও তালেবানের কাছ থেকে মুক্ত করা হয়, যেটি একইভাবে কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়।
২০২২ সালের আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। বর্তমানে কাতার “প্রোটেকটিভ পাওয়ার” হিসেবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে।
এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র তালেবানের তিনজন শীর্ষ নেতার ওপর ঘোষিত মিলিয়ন ডলারের পুরস্কার বাতিল করেছে—তবে তারা এখনও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এই তিনজন হলেন সিরাজউদ্দিন হাক্কানি, আবদুল আজিজ হাক্কানি ও ইয়াহিয়া হাক্কানি। হাক্কানি নেটওয়ার্ককেও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।
এর আগে জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছিলেন, তালেবান যদি আরও আমেরিকানকে আটক করে রাখে, তাহলে তাদের শীর্ষ নেতাদের ওপর “বিন লাদেনের চেয়েও বড় পুরস্কার” ঘোষণা করা হবে।
সূত্র: https://edition.cnn.com/2025/03/29/asia/afghanistan-american-release-intl-latam/index.html#:~:text=American%20Faye%20Hall%20has%20been%20released%20by%20the%20Taliban.&text=An%20American%20woman%20who%20had,with%20knowledge%20of%20the%20release.
আবীর