ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে এআই সহায়তা দেওয়ায় তোপের মুখে মাইক্রোসফট

প্রকাশিত: ১১:৪৬, ৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলকে এআই সহায়তা দেওয়ায় তোপের মুখে মাইক্রোসফট

ছবি: সংগৃহীত।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহের প্রতিবাদে মাইক্রোসফট কর্মীদের বিক্ষোভে ব্যাহত হয়েছে প্রতিষ্ঠানের ৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার অভিযোগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সিয়াটলে আয়োজিত অনুষ্ঠানে মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তফা সুলেমান বক্তৃতা করছিলেন। উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, সাবেক সিইও স্টিভ বালমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা।

সুলেমানের বক্তব্য চলাকালেই কর্মী ইবতিহাল আবুসাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেন, “মুস্তফা, তোমার লজ্জা নেই? তুমি বলো এআই ভালো কাজে ব্যবহার করবে, অথচ মাইক্রোসফট তা ব্যবহার করে গণহত্যায় সহায়তা করছে। ৫০ হাজার মানুষ মারা গেছে। মাইক্রোসফট এই গণহত্যার অংশীদার।”

তিনি আরও বলেন, সুলেমান এবং মাইক্রোসফটের হাতে রক্ত লেগে আছে। বক্তব্যের একপর্যায়ে তিনি মঞ্চের উদ্দেশ্যে ফিলিস্তিনি সংহতির প্রতীক 'কেফিয়াহ স্কার্ফ' ছুড়ে দেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আরেক কর্মী ভানিয়া আগারওয়ালও গণহত্যাবিরোধী প্রতিবাদ জানান। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন গেটস, বালমার এবং নাদেলা—২০১৪ সালের পর এই প্রথম একসঙ্গে মঞ্চে ওঠেন তারা।

এর আগে, ফেব্রুয়ারিতে সত্য নাদেলার সঙ্গে একটি অভ্যন্তরীণ বৈঠকে একই ইস্যুতে প্রতিবাদ করায় পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

এবারের বিক্ষোভ ছিল প্রকাশ্য এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। মাইক্রোসফট সদরদপ্তরের বাইরেও কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভে অংশ নেন।

সূত্র: আল-জাজিরা

সায়মা ইসলাম

×