ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বিশ্বব্যাপী বিক্ষোভের মাঝেই নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক: যুদ্ধবিরতি সহ আলোচনা হয়েছে আরও যেসব বিষয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:০৮, ৮ এপ্রিল ২০২৫

বিশ্বব্যাপী বিক্ষোভের মাঝেই নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক: যুদ্ধবিরতি সহ আলোচনা হয়েছে  আরও যেসব বিষয়ে

ছবিঃ সংগৃহীত

গাজার প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী চলমান বিক্ষোভের মাঝেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য সহ নানা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন তিনি। 

বৈঠকে আবারও গাজা পুনর্গঠনের নামে উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অন্য দেশে সরালে গাজায় মুক্ত অঞ্চল তৈরি হবে যেখানে আর কোনো হত্যাযজ্ঞ ঘটবে না। এছাড়া যুদ্ধবিরতিও ছিল দুই নেতার আলোচনায়। 

এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ হুইটকফের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) তুরস্ক, আলজেরিয়া, তিউনিসিয়া, লেবানন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। 

বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন আমরা গাজা উপত্যকার ব্যাপারে কেমন অনুভব করি। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। যুক্তরাষ্ট্রের মত একটি শান্তিবাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী। সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না।’

×