ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আবারও গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কথা বললেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:৩৩, ৮ এপ্রিল ২০২৫

আবারও গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কথা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর করে গাজা উপত্যকা খালি করার প্রস্তাব আবারও তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প গাজাকে আবাসন নির্মাণের জন্য ‘চমৎকার’ স্থান হিসেবে উল্লেখ করে বলেন, উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তিরক্ষী বাহিনী থাকা উচিত। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না, তাই সেখানে একটি ‘মুক্তাঞ্চল’ গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজা বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সুর মেলান নেতানিয়াহুও। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে গাজা পুনর্গঠনে সময় লাগবে এবং ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে যা নিয়ে তাঁরা একসঙ্গে কাজ করছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রথমবার গাজা খালি করে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব দেন। সে সময় তিনি গাজার শরণার্থীদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানান।

তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে গাজার সশস্ত্র সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)। হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাওয়া সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড ত্যাগে বাধ্য করার প্রস্তাব যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধকে উসকে দেওয়ার শামিল।

আসিফ

×