
ছবিঃ সংগৃহীত
২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়। এটি ছিল ফিলিস্তিনিদের উপর দশকের পর দশক ধরে চলা আগ্রাসনের জবাব।
ওই হামলা নিয়ে রোববার (৬ এপ্রিল) চাঞ্চল্যকর একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, যেখানে বলা হয়েছে, ২০২১ সালের জুনে ইরানের বিপ্লবী গার্ড কোর (IRGC)-এর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে একটি চিঠি পাঠান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনোয়ার এবং মোহাম্মদ তেফ।
এই চিঠিতে হামাসের এই দুই নেতা ইরানের কাছে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের সমর্থন প্রকাশ করা এই চিঠির একটি প্রতিলিপি। তিনি আরও দাবি করেন, চিঠিটি গাজায় হামাসের শীর্ষ কর্মকর্তাদের সুরঙ্গের মধ্যে পাওয়া গেছে।
এছাড়াও, নথি থেকে জানা যায় যে, দুই বছর ধরে হামাস প্রতি মাসে ২০ লাখ মার্কিন ডলার ইরানের কাছ থেকে চেয়েছিল। এই অর্থ ছিল ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় ইরানের পূর্ণ সমর্থনের অংশ। তারই ফলস্বরূপ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে একটি বড় ধরনের সফল হামলা চালায়, যা ইসরায়েলের ভিত নাড়িয়ে দেয়ার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করে।
তবে, প্রশ্ন রয়ে গেছে যে, ইরান এই অর্থ হামাসকে দিয়েছিল কিনা। এই বিষয়টি এখনও স্পষ্ট নয়, এবং ইরানও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইমরান