ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস

প্রকাশিত: ০১:৪১, ৮ এপ্রিল ২০২৫

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস

ছবি: সংগৃহীত

ইসরাইলের আশদাদ ও আশকেলন শহরে রোববার রাতে একযোগে ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইসরাইলকে কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি তাদের রয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

জিহাদ তহা বলেন, “ইসরাইল ফিলিস্তিনে যুদ্ধাপরাধ চালাচ্ছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় চুপচাপ তাকিয়ে আছে। ফ্যাসিস্ট সরকার এই বর্বরতা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিরোধে আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ইসরাইল যতদিন ফিলিস্তিনের জমি দখল করবে, পবিত্র স্থান অপবিত্র করবে এবং বসতি গড়ে তুলবে, ততদিন আমাদের প্রতিরোধ চলবে।” একই সঙ্গে তিনি ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনেরও তীব্র সমালোচনা করেন।

রোববারের রকেট হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। তারা জানায়, গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের জবাবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করা হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়েছে। হারেৎজ পত্রিকা জানায়, এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

আসিফ

×